Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে ভালো সময় অতিক্রম করছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর কাতারে মিলেছে সেই বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ, বিশ্বকাপজয়ী দলটা আবার ২০২৪ সালে পুনরাবৃত্তি করেছে কোপা আমেরিকা জয়ের স্মৃতি। বিশ্বকাপ বাছাই পর্বেও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে, তবে সেই বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা আক্ষেপে পুড়েছে আর্জেন্টিনা, যে আক্ষেপ হয়তো লিওনেল মেসিকে একটু বেশিই আঘাত করেছিলো যার ফলস্বরূপ ৩৩৩ দিন পর নিজের দেশে ম্যাচ খেলতে নেমে ক্ষুদার্থ বাঘের মতোই বলিভিয়ার বিপক্ষে ঝাপিয়ে পড়েছেন এই আর্জেন্টাইন জাদুকর, নিজে করেছেন হ্যাট্রিক, নামের পাশে আছে আরো দুই এসিস্ট, তার দলও পেয়েছে ৬-০ গোলের বিশাল জয়!

আরো একবার আর্জেন্টিনার জয়ের নায়ক মেসি!

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে লিওনেল মেসির দল। গোলের খাতা খুলতেও বেশি সময় নেয়নি আর্জেন্টিনা, ম্যাচের ১৯ মিনিটেই লাওটারো মার্টিনেজের প্রচেষ্টায় অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসি বল পেলে দ্রুত গতিতে বক্সে ঢুকে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের শেষ দিকে দুই ফরোয়ার্ড আলভারেজ ও মার্টিনেজকে গোল করতে সাহায্য করেন মেসি যেখানে তার সামনেই সুযোগ ছিলো গোল করার। বড় লিড নিয়ে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ধারণ করে আরো ভয়ানক রূপ। ৬৯ মিনিটে গোলের খাতায় নিজের নাম লেখান তরুণ তারকা আলমাদা এবং শেষদিকে জোড়া গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন মেসি যেখানে একটি এসিস্ট করেন নিকো পাজ। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করলো আর্জেন্টিনা!

শেয়ার করুন

আরো পড়ুন

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর চ্যাম্পিয়নস লিগ মানেই তারায় তারায় টক্কর, সেই তারার লড়াই যদি হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি […]

Scroll to Top