,

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

ইউরোপ জয় করে রোনালদো যখন সৌদি আরবের দল আল নাসেরে যোগ দেন তখনই রোনালদোর শেষ অনেকেই দেখে ফেলেছিলেন। তবে খেলোয়াড়টার নাম যেহেতু ক্রিশ্চিয়ানো রোনালদো তাই তার শেষটা যে তিনি ছাড়া অন্য কেউ ঠিক করবে না তা অনেকটাই অনুমেয়, যেটা আরো স্পষ্ট হয়েছিলো রোনালদো যখন বলে বসেন সৌদির লিগে হতে যাচ্ছে বিশ্বের সেরা ৫ লিগের একটি। রোনালদোর কথাটা বাস্তবে রূপ নিতে সময় লাগবে ঠিকই তবে তিনি যে ভুল কিছু বলেননি তার প্রমাণ মিলেছে এই মৌসুমের ট্রান্সফার মার্কেটে সৌদি আরবের দলগুলোর প্রভাবে। নেইমার, মানে, মাহারেজ থেকে শুরু করে তরুণ সম্ভাবনাময় অসংখ্য ফুটবলার নাম লিখিয়েছেন এই লিগে, ফলে প্রতি ম্যাচেই দেখা যায় কম বেশি তারকার উপস্থিতি!

তেমনই এক তারকায় ঠাসা ম্যাচ গতকাল অনুষ্ঠিত হলো রিয়াদের মাঠে। আল নাসের বনাম আল আহলি ম্যাচে একই সাথে মাঠে নেমেছিলেন রোনালদো, মানে, লাপোর্তা, টেল্লাস, ব্রোজোবিচ, তালিস্কা, মাহারেজ, সেন্ট-মেক্সিমিন, কেইসি, ইবানেজ, মেন্ডির মতো ইউরোপে দাপট দেখানো অনেক তারকা। স্বাভাবিকভাবেই তারায় তারায় টক্করটা জমেছে বেশ এবং শেষ পর্যন্ত আল আহলির বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয় পেয়েছে রোনালদোর দল আল নাসের।

বহু তারার ভিড়েও রোনালদো যে সবচেয়ে বড় তারা তা বুঝিয়ে দিতে তিনি এই ম্যাচে সময় নিয়েছেন মাত্র ৪ মিনিট। মানের বাড়ানো বল থেকে দারুণ শটে দলকে এগিয়ে নিয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। ব্যবধান দ্বিগুণ করার দায়িত্বটা নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কা, ম্যাচের ১৭ মিনিটে তার হেড থেকে আসে দারুণ গোল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি আল আহলির খেলোয়াড়রা এবং তাদের প্রচেষ্টা সফলতার মুখ দেখে ম্যাচের ৩০ মিনিটে যেখানে কেইসি ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান কমান। তবে সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি আল আহলি শিবিরে। বলা ভালো আনন্দটা টিকতে দেয়নি তালিস্কা, তিনি ম্যাচের প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে দূরপাল্লার শটে যে গোলটি করলেন তা দীর্ঘদিন মনে রাখবে ফুটবল ভক্তরা।
প্রথমার্ধ্বে এগিয়ে বিরত যাওয়া আল নাসের ফিরে এসেই পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে এবং পেনাল্টি থেকে মাহারেজ গোল করতে করেননি ভুল, ফলে ম্যাচেও ফিরে আসে উত্তেজনা। তবে আল নাসেরের ঘরে যে একজন রোনালদো আছে! সেই রোনালদোই ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে ৪-২ গোলের নিরাপদ দূরত্বে নিয়ে যান। এরপর আরো আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিলো না আর কেউ। সেই মুখ খুলেছে ম্যাচের শেষ মুহুর্তে আল আহলির ফরোয়ার্ড ফারিসের গোলে। তবে এই গোলটি শুধুই ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে এবং ৪-৩ গোলের জয়টা এসেছে আল নাসেরের ঘরে।

এই জয়ের ফলে আল আহলিকে টপকে ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এলো আল নাসের, সমান পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আল আহলি। গতকালের জোড়া গোলের সৌজন্যে সৌদি প্রো লিগের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শেয়ার করুন

আরো পড়ুন

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর চ্যাম্পিয়নস লিগ মানেই তারায় তারায় টক্কর, সেই তারার লড়াই যদি হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি […]

Scroll to Top