Facebook
Twitter
LinkedIn
WhatsApp

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না, তবে অধিকাংশ সময়েই দেখা যায় তার দিকে সমালোচনার পাল্লাটাই ভারি থাকে। কখনো নিজের ভুল সিদ্ধান্তের কারণে খরবের শিরোনাম হন, আবার কখনো নিজের উদাসীনতা নিয়ে। তবে তার ফুটবল মাঠের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়ার সুযোগ তিনি খুব একটা দেননি। একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে ঠিকই, তবে ফিরে আসার পরও বজায় রেখেছেন তার ফর্মের ধারাবাহিকতা। মাঠের পারফরম্যান্স ঠিক রেখেও কেন বারবার সমালোচিত হন ফুটবলার নেইমার? তাকে নিয়ে কি ইতিবাচক আলোচনা কম হয়?

সাকার মতে যোগ্য সম্মান পান না নেইমার!

ইংলিশ তারকা বুকায়ো সাকার অন্তত তা-ই মনে করেন, আর্সেনালের এই ফরোয়ার্ডের মতে দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার নেইমার জুনিয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুকায়ো সাকাকে প্রশ্ন করা হয় কে সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার? এই প্রশ্নের জবাবে সাকা বলেন, “নেইমার। সে যেভাবে খেলে তাকে নিয়ে আলোচনা খুব কম হয়। সে যতোটা সম্মানের প্রাপ্য তা সে পায়নি, সে অবিশ্বাস্য একজন ফুটবলার, স্কিলের দিক থেকে তার থেকে ভালো কেউ নেই”

শেয়ার করুন

আরো পড়ুন

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর চ্যাম্পিয়নস লিগ মানেই তারায় তারায় টক্কর, সেই তারার লড়াই যদি হয় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি […]

Scroll to Top