ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না, তবে অধিকাংশ সময়েই দেখা যায় তার দিকে সমালোচনার পাল্লাটাই ভারি থাকে। কখনো নিজের ভুল সিদ্ধান্তের কারণে খরবের শিরোনাম হন, আবার কখনো নিজের উদাসীনতা নিয়ে। তবে তার ফুটবল মাঠের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়ার সুযোগ তিনি খুব একটা দেননি। একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে ঠিকই, তবে ফিরে আসার পরও বজায় রেখেছেন তার ফর্মের ধারাবাহিকতা। মাঠের পারফরম্যান্স ঠিক রেখেও কেন বারবার সমালোচিত হন ফুটবলার নেইমার? তাকে নিয়ে কি ইতিবাচক আলোচনা কম হয়?
ইংলিশ তারকা বুকায়ো সাকার অন্তত তা-ই মনে করেন, আর্সেনালের এই ফরোয়ার্ডের মতে দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার নেইমার জুনিয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুকায়ো সাকাকে প্রশ্ন করা হয় কে সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার? এই প্রশ্নের জবাবে সাকা বলেন, “নেইমার। সে যেভাবে খেলে তাকে নিয়ে আলোচনা খুব কম হয়। সে যতোটা সম্মানের প্রাপ্য তা সে পায়নি, সে অবিশ্বাস্য একজন ফুটবলার, স্কিলের দিক থেকে তার থেকে ভালো কেউ নেই”