বর্তমান ফুটবল জেনারেশনের কাছে তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ত্রয়ী হিসেবে পরিচিতি লাভ করেছে বার্সেলোনার “এমএসএন” তথা মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী। সময়ের পরিক্রমায় তারা এখন আর কেউ বার্সায় খেলেন না, তবে তাদের মাঝে বন্ধুত্বের ঘাটতি ঘটেনি কখনোই। তাদের ইন্টারভিউগুলোতেও বড় একটি অংশজুড়ে থাকে তাদের বন্ধুত্বের গল্প। বার্সেলোনার হয়ে প্রতিপক্ষের ঘুম হারাম করা সেই ত্রয়ীর প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লুইস সুয়ারেজ। লাতিন আমেরিকার ফুটবলার হওয়ায় জাতীয় দলের জার্সিতে তাদের প্রতিপক্ষ হিসেবেই বহুবার দেখা হয়েছে কিন্তু বন্ধুত্বের কাছে তাদের সেই লড়াইগুলো যে শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ ছিলো তা অস্বীকার করার সুযোগ নাই এবং সুয়ারেজের বিদায়ী ম্যাচে মেসি ও নেইমারের বার্তা আবেগপ্রবণ করে সুয়ারেজকে যেটা প্রমাণ করে তাদের বন্ধুত্বটাও কতোটা গভীর।
গতকাল সুয়ারেজের বিদায়ী ম্যাচে ভিডিও বার্তায় লিওনেল মেসি বলেন, “তুমি বিশাল এক লিগ্যাসি বর্তমান ও পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাচ্ছো। তুমি তোমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ইতি টানছো তবে ফুটবলে এখনো তোমাকে বহুদিন দেখতে চাই। আমরা মিয়ামিতে আবার একত্রিত হবো। দিনগুলো উপভোগ করো”
অন্যদিকে নেইমার বলেন, “হ্যালো সুয়ারেজ, হ্যালো আমার মোটা ভাই! আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন দিন কিন্তু এটা একদিক থেকে বেশি আনন্দের কারণ তুমি জাতীয় দলের জন্য যা কিছু করেছ তার সবকিছুর জন্য তুমি অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে”
“তুমি সেরা গোলদাতা এবং তোমার মতো কাউকে চেনা আমার জন্য দুর্দান্ত এক পাওয়া এবং একজন খেলোয়াড় হিসাবে তোমার বিপক্ষে খেলা একটি সম্মানের। এটি খুব কঠিন, সত্যিই এটি খুব কঠিন, তবে আমি সর্বদা আমাদের মাঝে হওয়া কথাগুলো এবং তোমার সাথে থাকা মুহূর্তগুলি মনে রাখবো এবং সত্যি যে আমি তোমার সাথে সুন্দরতম মুহূর্তগুলি কাটিয়েছি”
“আমি জানি এটি উরুগুয়ের জন্য একটি দুঃখের দিন কারণ তারা একটি অবিশ্বাস্য খেলোয়াড়কে হারাবে, তবে নিশ্চিতভাবে তুমি তাদের হৃদয়ে এবং তাদের স্মৃতিতে থাকবে, উরুগুয়ের ইতিহাসের একজন কিংবদন্তি এবং আমি তোমাকে আলিঙ্গন পাঠাচ্ছি, আমি তোমাকে খুব বেশি ভালবাসি”
তাদের এই বার্তাগুলো দেখে অশ্রুসিক্ত হন লুইস সুয়ারেজ। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ৬৯ টি গোল করে বুট জোড়া তুলে রেখেছেন লুইস সুয়ারেজ!